বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটা'ও; হয়তো এক সময় প্রতিষ্ঠিত হবে' ভালো চাকরি কিংবা ভালো সময় তার'ও আসবে!

তবে এ-ই ভালো সময়'টা আদৌ'ও কি তার জন্য ভালো হবে? পরিবার সমাজ আর সময় হয়তো তার জন্য খুব আপন হবে, বেকার এই ছেলেটা সবকিছুই তো হারিয়েছিল প্রতিষ্ঠিত হওয়ার আগে!

ভয়ংকর সমাজ' পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সময়; যখন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা বেকার হয়, বেকার শব্দটি যুক্ত হলে তুমি আর কারো নয়!

বেকারত্ব' এমন একটি শব্দ বা সময়; যা তোমার শখ গুলোকে করে দেয় বিলীন, দেখায় পরিচিত মানুষের অপরিচিত রুপ' বেকারত্ব যেন প্রিয় মানুষদের হারানোর এক উৎসব' প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ বলে না তোর দ্বারা সম্ভব।