নিজেকে ভে'ঙেছি সহস্রবার। সহস্রবার গড়তে চেয়েছি নিজেকে কিন্তু পারিনি। একজীবনে কতই বা আর গড়া যায়। ভা'ঙা গড়ার কাব্যে জীবনের ২২ বছর পার করেছি।
এখন আর ভা'ঙতে ভ'য় লাগে না একটুও। ভে'ঙে যাওয়াটা নে'শায় পরিণত করেছি। একবার কোনো কিছুতে এডিক্টেড হয়ে গেলে সেটা ছাড়া যে দুস্কর তা টের পেয়ে গেছি। জীবনের শেষ অব্দি শুধু ভেঙ্গে যেতেই চাই।
আমার ভাঙ্গা যদি কারো গড়তে সাহায্য করে তবে আমি নিজেকে একটা ধন্যবাদ জানাবো। কাউকে গড়তে দেখার মধ্যে ভ'য়ান'ক একটা সুখ কাজ করে। যে সুখের কোন ব্যা'খ্যা নেই।
মন থেকে খুব করে চাইব সে যেন কোনদিন ভে'ঙে যাওয়ার নির্ম'মতার সাক্ষী না হয়। কারণ, আমি খুব ভালো করে জানি ঝ'ড়ের মুখে পড়ে সবাই নিজেকে সামলে নিতে জানে না।
রাতের ল্যাম্পপোস্ট থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। অ'সহা'য়ের মত সারারাত দাঁড়িয়ে থেকে পথিকের চলার পথ যেমন আলোকিত করে, ঠিক তেমনি আমরা নিজেদের ভে'ঙে অন্যকে গড়তে সুযোগ করে দেই। কিন্তু আফসোস, সেই দূ'রের মানুষগুলো কখনোই জানতে পারে না ভা'ঙা গড়ার ইতিহাস।