পেয়ে হারিয়েছে যারা
শুধুই জানে তারা.
কতটা ক্ষ'তবিক্ষত করে হৃদয়টাকে
বিরহ নামের খাঁ'ড়া.

না পেয়ে যারা আ'ক্ষেপ করে
তারা আসলে বো'কা.
ভু'ল মানুষ আসার থেকে
জীবনটা কাটুক একা.

ভালোবাসলে ছে'ড়ে যাওয়াটা
কোনো পরিস্থিতেই সম্ভব নয়.
অ'জু'হা'তে'র মি'থ্যে প্রেমেই
ছে'ড়ে যাওয়াটা সম্ভব হয়.

কি অদ্ভুত আমরা.
শুধু ম'রি'চি'কা'র পিছনেই ছুটি
শুধুমাত্র ভালো থাকতে গিয়ে
ভালো না থাকার রোগেই ভুগি.

ভালো থাকতে চাওয়াটাই ভালো
না থাকতে পারার কারণ..!

......................................

Those who have lost
Only they know.
How much it breaks the heart
The name of Birah is the channel.

Those who regret not getting it
They are actually Bo'ka.
From the wrong people coming
Live life alone.

If you love, leaving
Not possible under any circumstances.
A'ju'ha'te' in false love
It is possible to leave.

How strange we are.
Leave only behind the m'ri'chi'ka
Just being good
Suffering from the disease of not being well.

It's good to want to be good
The reason for not being able to stay..!