তোমাকে অনেক কিছুই বলার ছিল
অথচ- প্রতিবারই শব্দগুলো যেন জিহ্বার প্রান্তে এসে স্থবির হয়ে গিয়েছিল.
বলবো বলবো করে নিজেকে প্রবোধ দিয়েছি.
কিন্তু- প্রতিটি ক্ষণ যেন নীরবে এক অন্তর্গত অনুশোচনায় পরিণত হয়েছিল.
কিছু অনুচ্চারিত অনুভূতি মনের গভীরে জমে রইল. যেগুলো কখনো প্রকাশের আলো দেখল না- হয়তো আর কখনোই দেখবেও না.
সময়ের প্রবহমানতায় সেই অপ্রকাশিত বাক্যগুলোও একদিন অতীতের গহ্বরে বিলীন হয়ে যাবে.
যেমন নির্বাকভাবে বিলীন হয়ে যায়.
অনেক অমূল্য অনুভূতি চিরন্তন নৈঃশব্দ্যে বাঁধা পড়ে..!