দিনের বিদায়ে আসুক রাত, সূর্যের বিদায়ে আসুক চাঁদ, তুমি এসো না আর করোনা বরবাদ, আমি আবার ছুঁতে চাই না তোমার ভরসাহীন ওই হাত!

নিঃসঙ্গতা চেপে ধরুক আমায়, বিকৃত এই মস্তিষ্কে না থাকুক আর তোমায় নিয়ে কোন উৎকণ্ঠা, তুমিহীন নষ্ট হোক আমি, আমার সত্তা; আমি আবার চাইনা তোমার এ মূল্যহীন ভালোবাসা!

আমি নিশ্চুপে নিভৃতে কাঁদবো না আর তোমায় পেতে, আমি সহস্র বর্ষ তাকিয়ে থাকব শূন্যতার দিকে, আমি আবার চাই না পাগল হতে তোমায় মেখে!

আমি নিশ্চুপে নিভৃতে কাঁদবো না আর তোমায় পেতে, আমি সহস্র বর্ষ তাকিয়ে থাকব শূন্যতার দিকে, আমি আবার চাই না পাগল হতে তোমায় মেখে!

তুমি এসো না আর, আমি বেঁচে রবো; তুমি না থাকায় হলে হোক এ মন মস্তিষ্ক দগ্ধ, আমি আবার চাই না বাতাসে তোমার গন্ধ!

তুমি এসো না আর ভালোবেসো না আবার, তুমি হারিয়ে ভেঙ্গেছ আমার ভয়, এবার আর তুমি নয় হলে যেন মৃত্যু হয়, তবুও তুমি নয়!