তোমরা এবং তোমাদের পৃথিবী আমাকে নিঃসঙ্গতা আর হতাশা উপহার দিলে'ও, বিধাতা আমাকে দিয়েছেন এক শ্রেষ্ঠ উপহার, সে হাসলে যেন হাসে চাঁদ, সে কাঁদলে যেন আমি মরি, উপহারটি হচ্ছে তিনি আমার মা জননী!

মাকে নিয়ে কিছু বলার বা লেখার ভাষা আমার জানা নেই, তার প্রশংসা প্রকাশ করার মত সাহস'ও নেই, তিনি হেসেছিলেন বলেই তো এসেছিলাম ধুলোর পৃথিবীতে, আর কেঁদেছিলেন বলেই পেয়েছিলাম একজন মা, তিনি ভালবাসেন, তিনি ভরসা হয়ে পাশে থাকেন, তিনি আমার ভীষণ চেনা, আমার মা!

আমার একজন মা আছে বলেই, আর'ও কোটি' বছর বাঁচতে ইচ্ছে করে, মা আছে বলেই পৃথিবীকে এত সুন্দর মনে হয়, তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক মূর্খ নয়, তিনি শেখান হতেই হবে জয়ী অথবা জয়!

মা তার সাথে যেন হয় না কারো তুলনা, মা আছেন বলেই নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানব, হে সর্বশক্তিমান আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি দিয়েছেন আমায় একজন মা, মা যেন আমার রক্ষাকর্তা, তিনি আমার ভীষণ চেনা, আমার প্রিয় মা!

হে আমার সৃষ্টিকর্তা, আমার মায়ের চেয়ে আমি একদিন কম বাঁচতে চাই, আপনি কবুল করুন আমার এ মোনাজাত, আমার মা যেন আমার জন্য পুরোটাই জান্নাত!