আমার জীবনে'ও বিশেষ এক'জন মানুষ আছে, আমি জানিনা সে ভালোবাসতে জানে কিনা, জানি না তার আমার সম্পর্কের নাম, তবে এই নামহীন সম্পর্কটাকে সে খুবই যত্নে রাখে, সে আমায় বুঝিয়েছে, সম্পর্কের নাম থাকা'টা দরকার নয়; সম্পর্কটাকে যত্নে রাখতে হয়!
মেয়েটা বড্ড বোকা' সে ভালোবাসিটা কখনো মুখে বলে না, তার ব্যবহার আচরণে আমি বুঝতে পারি আমার প্রতি তার আকাশ পরিমাণ ভালোবাসা!
নারী'রা বেইমান ভালোবাসতে জানে না' এমনটা আমিও ভাবতাম; আমার জীবনে এ-ই মানুষটা না আসলে আমি হয়তো ভুল ভাবনায় থাকতাম!
জীবনের একটা সময় পর, নারী'কে ভীষণ প্রয়োজন' তবে যে নারী সুন্দর করে সাজে কিংবা নিময় করে ভালোবাসি বলে, তার থেকে বেশি সুন্দর যে নারী সম্পর্কটাকে যত্নে রাখে!