সুখের স্বর্গ
মানিক চন্দ্র গোস্বামী
বসে আছি সেই সকাল থেকে
এই জানালার ধারে,
বৃষ্টিটা বেশ আসছে ঝেঁকে
ভেজায় বসুধারে ।
দিনের আকাশ ভেঙে পড়ে
ঝম ঝমা ঝম ছন্দে,
কড়কড় বাজ শব্দ করে
বসুন্ধরায় বন্দে ।
মাঝে মাঝে বাতাস ছোটে
ঝাপটা লাগে গায়,
দিশেহারা মানুষ পালায়
দ্রুত ত্রস্ত পায় ।
দৃষ্টি রাখি সুদূর পানে
সরায়ে রাখি কাজ,
সুখে ভরা অলস জীবন
মাথায় ভাঙে না বাজ ।
হঠাৎ দেখি চোখটি মেলে
বাড়ির দরোয়াজায়
দাঁড়িয়ে এক ভিখারি মেয়ে
বড়ই শীর্ণকায় ।
একটু কিছু পাবার আশে
না মেনে দুর্যোগ,
দ্বার হতে যায় ফিরে
কপালেতে দুর্ভোগ ।
বৃষ্টি ভেজা অঙ্গ কাঁপে
করুণ মলিন মুখ,
ভিক্ষা কিছু পড়লে হাতে
চোখের কোণে সুখ ।
দুঃস্থ যারা গৃহহারা
ফুটপাথ যার সম্বল,
ভিজে কষ্ট সর্বহারার,
সুখের স্বর্গ ছেঁড়া কম্বল ।