স্মৃতি বেদনাময়
মানিক চন্দ্র গোস্বামী
তোমার সাথে চলেছিলেম অনেক দূরের পথ,
সোনার বরণে সাজিয়েছিলেম জীবনের জয়রথ।
উড়িয়ে ছিলেম বিজয় পতাকা যৌবন মাস্তুলে,
টগবগিয়ে পার হয়ে গেলো বয়সের দিন-কালে।
তোমার চোখেতে চোখ রেখে আমি করেছিনু বাজিমাত,
এগিয়ে চলার শপথ নিয়ে হাতেই রেখেছি হাত।
অনেক স্বপ্ন চোখের পাতায়, নানান রঙের ছবি,
মনের আকাশে ছড়ায় আলো ভোরের সোনালী রবি।
একই সুরে মোরা গান গেয়েছি, একই ছন্দে চলা,
খুশির আবেগে বুঝতে পারিনি, কখন কেটেছে বেলা।
সংসারী লোক জীবন খোঁজে কঠিন জীবন মাঝে,
সহজেই পার হয়ে গেছে দিন, রয়েছি ব্যস্ত কাজে।
ঘাত প্রতিঘাত অনেক এসেছে জীবনের প্রতিখনে,
সহজ সমাধানের মন্ত্রে বেড়েছে মনের টানে।
প্রশ্রয় কভু পায়নি মনে কপট ঈর্ষা, দ্বেষে,
হাজারো বাধায় পার হয়েছি অতিশয় অক্লেশে।
সে দিনের যত পুরাতন স্মৃতি ভর করে আঁখিপাতে,
বেদনাসিক্ত মনের কুঠুরি ফাঁকা রয় মাঝ রাতে।