প্রভাতী রূপ
মানিক চন্দ্র গোস্বামী
আবেশ ভরা স্নিগ্ধতায়
আঁধার হারায়ে যায়
ঝিরি ঝিরি হাওয়া কানে কানে বলে
সময় যে বেশি নাই ।
আঁধারের কালি সরাও শরীরে
থেকো নাগো আর চুপ,
উপভোগ করো বাংলার এই স্নিগ্ধ প্রভাতী রূপ ।
হাল্কা আলোকচ্ছটা
ফুটে ওঠে দুরাকাশে,
আলো আঁধারির মাঝে
তুলো সাদা মেঘ ভাসে ।
বাতাস আলিঙ্গনে
গাছের পাতায় আলোড়ন,
বিহগের কলতানে
আমোদিত এই মন ।
সোনালী কিরণ ।
ঘাসের ডগায় বিন্দু শিশির
বর্তুলাকার কাঁচ ।
পাকা ধানের শীষ পেয়েছে
স্নিগ্ধ রোদের আঁচ ।
কাঁচা ঘরের বেড়ার ফাঁকে
হলুদ বরণ রোদ,
গ্রাম বাংলার প্রতিটি ঘরে কর্মে মাতন বোধ ।
আঁধারের ঋণ শোধ ।
নতুন দিনের আগমনে
জেগে ওঠার টান,
সোনায় রাঙা উজল প্রভাত
ফিরিয়ে দিয়েছে প্রাণ ।
বাংলার ঘরে এসেছে আলো
আঁধার হয়েছে লীন,
প্রার্থনা শুধু এই আলোতে মানুষ হবে না হীন ।
সুখে রবে চিরদিন ।