প্রকৃতি প্রেমিক        
মানিক চন্দ্র গোস্বামী

রূপ যা ফোটে প্রকৃতির, দেখি সুখ-দুঃখের মাঝে,
সকাল হতে সাঁঝে,
বিরাম বিহীন কাজে,
ব্যস্ত থাকি পূরিতে যতেক ঈপ্সা মনোমাঝে ।

ভালোবাসি আমি প্রকৃতির এই ভোরের শুভ্রতায়,
রোদের তীব্রতায়,
গোধূলির মহিমায়,
ভালোবাসি যত বিশ্রামহীন বিহগ কূজনতায় ।

ভালোবাসি যত সাদা সাদা মেঘ চলে যায় ভেসে ভেসে,
দূর ওই নীলাকাশে,
পাখনা মেলিয়া বাতাসে,
এনে দেয় মনে নতুনত্বের অনুভবের আভাসে ।

হাসিভরা রূপ প্রকৃতির যদি ধরণীরে দেয় উজাড়ি,
শ্যামল শান্তি ভরি,
প্রকৃতির বুক জুড়ি,
সোনার ফসলে আপনার যত খুশিটুকু দেয় নিঙাড়ি ।

ভালোবাসি যদি প্রকৃতির বুকে জমে ওঠা যত ব্যথা,
হারায়ে তপনে কোথা,
শত কষ্ট দিয়ে গাঁথা,
রিমঝিম সেই কান্নার সুরে ভালোবাসে এই শ্রোতা ।

প্রকৃতির এই রূপটাকে আমি ভালোবাসি;
যদি তার পাশাপাশি
খুশির আনন্দ রাশি
সারাদিন ধরে বাজিয়ে চলে মধুসুরে মধু বাঁশি ।