নীল নয়না
মানিক চন্দ্র গোস্বামী
নীল নয়নার নজর নাচায় নবীন নায়ক মন,
দেয় দোলা প্ৰতিখন ।
ওগো পলক ফেলিতে নারাজ চাহনি, তৃষ্ণা মেটায় মন ।
প্রতিপল, অনুখন ।
মনের খুশি মুখেতে আঁকা প্রকাশিছে সারাখন ।
দেয় দোলা প্ৰতিখন ।
নীল নয়নার নজর নাচায় নবীন নায়ক মন ।
ওষ্ঠ পেলব রক্তিমাতে গোলাপ ম্রিয়মান,
চাঁদের হাসির বান জেগেছে, ভ্রমরা ধরেছে গান ।
হৃদয়ে জাগিছে প্রাণ ।
ওগো চমক লাগুক মধুর ছোঁয়ায়, আশায় নাচুক মন ।
দেয় দোলা প্ৰতিখন ।
নীল নয়নার নজর নাচায় নবীন নায়ক মন ।
কৃষ্ণ কেশের বিন্যাসে রূপ আকাশে আলোকধারা,
স্বপ্ন রচিছে তারা ।
ওগো মনের নদীর বাঁধ ভেঙেছে ইচ্ছে যে মাতোয়ারা ।
মাধুরী আবেশে ভরা ।
সোপান গড়িছে হৃদয়ের ঘাটে, আশায় মেতেছে মন ।
দেয় দোলা প্ৰতিখন ।
নীল নয়নার নজর নাচায় নবীন নায়ক মন ।