দুই কূলে
মানিক চন্দ্র গোস্বামী
তোমার মনেতে আলোর খেলা
আমার আঁধার বেলা,
হারালো আমার স্বপ্ন যতেক
পুলক রইলো তোলা।
তোমার গগনে দিবসের ভানু
মনেতে আনন্দ মেলা,
তোমার বসন্তে মৃদু সমীরণে
আমার পাতা ঝরার বেলা ।
আমার মনে ঈশান কোণে
দাপুটে ঝড়ের আভাষ,
দিন ফুরালো সাঁঝের বেলা
হতাশা করেছে গ্রাস।
আমার সন্ধ্যারতি বাজার কালে
তোমার কুসুম ফোঁটার বেলা;
আমার আঁধারে চলা ।
আমার, গোধূলির রাঙা মেঘের আড়ে
আঁধারের কালো সাজ,
তপন তাপের গরিমার প্রভা
তোমার অঙ্গে এনেছে সাজ,
চোখের কোণেতে লাজ।
আমার, বেলা শেষের সূর্যকিরণ
হারিয়ে ফেলেছে তেজ;
মহিমাময় দিবস দীপ্তি
মানায় তোমায় বেশ;
আমি প্রাচীন, আমি শেষ ।