দেশ মাতৃকার আশীর্বাদে
মানিক চন্দ্র গোস্বামী
তোমার বৃহৎ শ্যামলে হারাবো ক্ষুদ্র কীটের মতো,
হারিয়ে যাবো নদীর স্রোতে বৃষ্টিধারার মতো |
তোমার বিশাল আঙিনায় আমি ধূলিকণা হবো যত,
মিশে যেতে চাই তোমার হৃদয়ে, স্বপনে উদ্ভাসিত |
মহীরুহের শীতল ছায়ায় ক্লান্তি করিতে দূর,
পথিক আমি বিশ্রাম লব, বাতাসে শুনিব সুর |
জীবন পথে চলতে গিয়ে হোঁচট খেয়েছি কত,
তুমিই আমায় পথ দেখালে রাস্তা যদিও শত |
পার হয়েছি কত যে বাধায়, তোমায় স্মরণ করি;
বিপদ যতেক সরায়েছ স্নেহে, চলেছে জীবন তরী |
নত মস্তক পড়ন্ত বেলায়, তোমার চরণপদে ;
মনের মাঝে সদাই তুমি, এগোই আশীর্বাদে |