বহ্নিশিখা
মানিক চন্দ্র গোস্বামী
আমি বন্ধ জানালার ছিদ্র গলে
ঘরেতে উঁকি দেওয়া এক চিলতে রোদ,
আমি অন্ধকারের আগমন কালে
উগরে দিই দিবসের জমা ক্রোধ |
আমি অতীতের ব্যর্থতা ভুলে
ভবিষ্যৎ প্রজন্মকে দিই সফলতার আশা,
জীবন যুদ্ধে বিলাসিতার মাঝেও
ভুলতে পারিনি কষ্ট করে বেঁচে থাকার ভাষা |
আমি ধরিত্রী, জীব জগতের প্রাণ;
আমার অন্দরে জ্বলে জ্বালাময়ী শিখা লেলিহান |
আমার দৃঢ়তাকে ছোট করে মেনে
ভুল করেও কটাক্ষ করো না সংগোপনে |
আমি সাগরের বালুকা বেলায়
মৃতবৎ পরে থাকা অক্টপাস |
আমি মানব মনের হারিয়ে যাওয়া
একরাশ বিশ্বাস |
আমি প্রদান করি বরাভয় |
কেটে যাবে সংশয় |
আমি অস্ত্র, আমি ম্যাগাজিন |
আমি যুদ্ধক্ষেত্রে শত্রুরে করি হীন |
আমি তোমার শরীরের শক্তি,
তোমার মনোবল |
শক্তিজোরেই আসবে সুদিন,
তোমার কৃতকর্মের ফল |