বর্তমান ছাত্র সমাজ
মানিক চন্দ্র গোস্বামী

সমাজ কেমন পাল্টে গিয়েছে, মেরুদন্ডহীন,
অধঃপাতে ছাত্র সমাজ, জ্ঞান গরিমাহীন।
শিক্ষাগুরুর মর্য্যাদা আজ ধুলায় পেয়েছে স্থান,
ছাত্রছাত্রী ভুলেছে জানাতে তোমাকেই সম্মান।
জীবন তাদের গড়ে দিলে তুমি, মসৃন পথে চলা,
নিজেদের খুশি মেটানোর তরে তোমাকেই অবহেলা।
হঠাৎ তোমার দেখা পেলে পথে কুশল বিনিময়ে,
ছাত্রের ছিল বিনম্রতা, প্রণাম পায়ে ছুঁয়ে।
যতই উঁচু চাকুরী করুক, প্রতিষ্ঠিত পদে,
তোমায় মনে রেখেছিলো বিনয়াবনত হৃদে।
শিষ্টাচারটি হারিয়ে ফেলেছে আজকে ছাত্র সমাজ,
শিক্ষকদের অমান্য করা আধুনিকতার রেওয়াজ।
বিপথগামী ছাত্র সমাজে দেখলে করুণা হয়,
অন্ধকারে জ্ঞানের আলোর দীপ্তি হারায়ে যায়।