অন্তরের বিকাশে
মানিক চন্দ্র গোস্বামী
ঘটে যখন অন্তরের বিকাশ
বিশালাকার পরিমণ্ডলে নিজেকে করে প্রকাশ,
উদ্দাম হয়ে যখন ছুটিতে চায়,
বাধা দানে তারে কি তখন দমিয়ে রাখা যায় ?
নদী যেমন নিজের বলে
ফাটল আনে ধরায়,
বিকশিত তার চপল অন্তর,
শিলা চূর্ণ করিতে চায় ।
মানব মনের বিকাশ কালে
প্রেম-প্রকৃতির খেলা,
স্বপ্ন দেখা, ছবি আঁকা,
জীবন নদীতে ভেলা ।
দমিয়ে রাখা যায় না তারে
যায় না বেঁধে রাখা,
যায় না তারে বন্দী করে
অন্ধকারে ঢাকা ।
স্বাধীনচেতা মনের আবেগ পাখনা মেলে ওড়ে,
প্রতিভাত হয় আপন স্বত্বা নির্মল রোদ্দুরে।
সঞ্জীবনী সুধারসে ভাসে উদ্ভাবনী শক্তি,
প্রকৃতির এই নিয়মের কাছে হার মেনেছে যুক্তি ।