অলীক প্রত্যয়
মানিক চন্দ্র গোস্বামী
উপার্জনের যেটুকু উপায় পেয়েছিনু এই ভবে,
দাগা পেয়ে মনে, জীবন লক্ষ্যে হারিয়ে ফেলেছি কবে।
শেষ হয়ে গেছে স্বচ্ছ্বলতার বাসনা কামনা আজ,
মারণ রোগের দাপটে আমি খুইয়ে বসেছি কাজ।
যৎ সামান্য মাইনের টাকা, সঞ্চয় ঘরে শূন্য,
বড় ব্যথা প্রাণে চাহিদা তোমার করিতে পারিনি পূর্ণ।
বুঝতে পারিনা হঠাৎ কখনো পাবো কি সোনার ডিম,
হতাশায় ভরা মনের জগৎ মৃত্যু ভয়েতে হিম।
তবু বসে রই, সোনার মুরগি নিশ্চয়ই দেবে কিছু,
আশা, ভাবনায় আবেশিত সুখ ছোটে অলীকের পিছু।
গরীবের কথা মানুষে ভাবে না, কেমনে দাঁড়াবো ফিরে,
কিভাবে আবার গড়তে পারবো, ঝড়ে ভাঙা এই নীড়ে।
মনের মাঝে আগ্রহ জাগে ডিমগুলি এলে হাতে,
হিসেব মতো খরচ করে পয়সা জমাবো সাথে।