আমাকে চিনেছ ধান ক্ষেত
চিনলে মাঠ, বৃক্ষ, প্রান্তর?
চিনেছ দীঘি ও সেঁচ বাঁধ?
এই না মুখ একটু সুন্দর?
কত ছোটাছুটি শৈশব
গোল্লা খেল বাইসা পাঞ্জায়
তোমাদেরি তরে ডুব ডুব
ছুটতো মন, দিব্বি প্রাণ যায়।
খেদে ভরা মনে ক্রন্দন
অন্ত্য খুন আসছে শর্বর
হারিয়ে যে গেল সেইসব
অশ্রুজল কান্না অন্তর।
জমে আছে কত শেওলায়
নোংরা সব গন্ধে এই প্রাতঃ
দিঘি কাঁদে শুধু চুপচাপ
ঢেউ যে নেই একটু, হৃদ ঘাত।
চুপিসারে ছেড়ে যায় সব
ভাবলে ঘোর কান্না হয় ভাই
xmuslimitsme@gmail.com
x56765xmuslim
ওরে ছেলেবেলা বেঈমান
আর কী তোর লক্ষ্য বল্ পাই?
itzmanik567@gmail.com
Maliha56765