রজনীগন্ধা, রজনী গন্ধে ভরও
ওরে) ও সূর্যমুখী, সূর্য-মুখী না হয়ে
চারিদিকে দেখো, দিবা সুবাসিত করও
দু'জন দু'বেলা যাওনা এ কাজে রয়ে।
রজনীগন্ধা
কেউ না হলেও কৃতজ্ঞ হবো আমি
বড়) বিরহ আমার বিষন্ন দিবানিশি
নিদারুণ জ্বালা, জানে অন্তর্যামী
যদি) বিশ্বাস কর, আছি বিষ চাষে মিশি।
ওরে) ও সূর্যমুখী
সান্ত্বনা দাও একটু যে ঘ্রাণ-তরও

রজনীগন্ধা, রজনী গন্ধে ভরও
ওরে) ও সূর্যমুখী, দিবা সুবাসিত করও।

ছলছল চোখে, জ্বলে সোনা স্মৃতিগুলো
ফোঁটা ফোঁটা জলে গোটা দৃশ্য উধাও
আর) ধায় ধায় ঘিরে ধনুকের তিরে, মূলও
এই) কলিজার, যার বলি শতবার, চাও।
রজনীগন্ধা
সোনাভরা ওগো এ সংসার আমার
মরে আছে সেই ঝরে দেখো সুখ তার
ওরে) ও সূর্যমুখী
কোলাহলহীন যেন ভূতূড়ে কবরও

রজনীগন্ধা, রজনী গন্ধে ভরও
ওরে) ও সূর্যমুখী, দিবা সুবাসিত করও

আঁকা হাসিমুখ, সে মুখোশের ভেতর
দেখেছে কে আর তার ভঙ্গি কেমন?
আহা) কঠিন করুণ, ছাপ মরণের ঘর
তাই) এত অনুরোধ ওরে এসে তোরা শোন্
রজনীগন্ধা
ওরে) ও সূর্যমুখী।
আশাহত কত আশে আশে হয়ে এসে
তোমাদের তরে এসেছি যে খুব শেষে
এসো এসো নাও করে'রে গ্রহণও স্বাদরও

রজনীগন্ধা, রজনী গন্ধে ভরও
ওরে) ও সূর্যমুখী দিবা সুবাসিত করও।