কে জানে আমার নিঙড়ানো
কষ্টবোধ বিরহপীড়িত?
কে আর জানবে নিশ্চুপ
মুখেরতোড় ভেতরে-ভেতরে
যা আছে লুকানো কান্নার
সমুদ্রের তরঙ্গগুলে।
তা বল কেউকি জানবেই,
অস্থিরতা ক্রমবাহুল্য।
যা সয় হৃদয় তারচেয়ে
অধিকাংশ কষ্টদায়ক
এ যেন পাবক দাউদাউ
অগ্নিশিখা লাভা-কুণ্ডলী।
কি করে বোঝাই সাধ্যটা
অসাধ্যের অধিকারের'ই
এ তাও হাসিতে মুখোশের
আড়ালের'ই আবদ্ধতায়।
এ যেন সবার ভাবনায়
প্রফুল্লতা মুক্তচিন্তা
তা হয় আমার আদৌতে
লক্ষনীয় পরক্ষণেই?
না এ-যে কভুও সঙ্গীত
নীরবতার ক্রন্দনরত।
তা বুঝে আমার অন্তর
হতভাগ্য অন্তঃস্থল
তা বোঝে আমার নয়নের
মধ্যমণি অশ্রুসিক্ত।
তা বোঝে আমার রাত্রিরা
দিবাকরের তাপমাত্রায়।
তা বোঝে আমার নিরবতা
সময়-ক্ষণ সর্বত্রই।
হ্যাঁ তারা আমার কষ্টের
ভাগীদারের অংশবিশেষ।