বিশ্বাস করে বিষ চাষ করে যাই
বিষ নয়, আমি ইহা অমৃত শুধাই।
লোকে বলে মোরে, ❝অন্ধ, গন্ধ পাস?
অমৃত তো নয় বিষ ইহা বিষ খাস।
বহুকাল আমি বাহুবলে আছি বেশ
ওরা বিষ বলে, বলেই নিরুদ্দেশ।
ঈর্ষা ওদের, ইহা নয় আর তা-কি?
আমি খুব সুখি খুব আহ্লাদে থাকি।
সহসা কি দেখি, দেখি অঙ্গ মোর
রক্ত খেকোরা সঙ্গ নিয়েছে ঘোর
অমৃত শুধাই বিষ সদা খেয়ে খেয়ে
বিষই তো খেয়েছি মৃত্যু আসিছে ধেয়ে।
যেই বিশ্বাস করেছি লালন হায়
বিষ শিষ ধোঁকা, বিষ পোকা খায়।
স্বর্ণ ভেবেছি, বর্ণনা যায় ঘাত?
লোকের কথায় করিনি কর্ণপাত।
বিশ্বাস দিয়ে বিষ না অমৃত চায়?
খুঁজিনি কখনো বুঝিনি অজ্ঞতায়
বিশ্বাসে দেখি বিশ্ববাসীর প্রায়
আমার মতই অজ্ঞান, জ্ঞান যায়।
প্রমাণে যেমন যাইনি কখনো রবে
কখনোই যারে পাইনি'কো অনুভবে
শুধু বিশ্বাস, বিশ্বাস দিয়ে মানি
বুঝবে সেদিন মূল্যহীন এ বাণী।
আগে তো প্রমাণ পরে ঈশ্বর আশে
বিশ্বাস দিয়ে শুধু কেন ভালোবাসে?
এক ঈশ্বর যেখানে প্রমাণহীন
বিশ্বাস কেন বিষ নয়, নয় ক্ষীণ?
বিশ্বের যত বিশ্বাসীরা, হে শোন
ইঞ্চিটুকুও প্রমাণ আছে কি কোন?
যদি থাকে, যাব তবে নিরবধি পূজে
বিশ্বাস দিয়ে ব্যকুল মন কি বুঝে?