আল্লারে কত লাগে'রে ভালো
কত-না, জাগে'রে আবেগ তাই
কোন সে আকারে নিরাকার সে
আল্লারে আমি দেখতে পাই?
শুধু কি তাই
স্বাদ নিতে চাই সেই চাওয়ার
যেই চাওয়া, দু'টো না আর হয়
যেই রূপ-নূরে ম্লানতা আনে
ত্রিভুবন হতে সৃষ্টি-লয়।
শুনেছি, ❝তোমারে দেখবে যারা
অনন্তকাল চেয়েই রবে❞
স্রষ্টা স্বয়ং স্বরূপে, সেই
দৃশ্য আমার কবে গো হবে?
কবে গো হবে?
যবে হতে আছি, বছর গুনো
একশো-কোটি, তা হবেই পার
কত আর পারি এমন করে
যেমন গুনেছি এত-না বার।
কত সুন্দর করেছ তুমি
পৃথিবী আমার, তা আর বলি
আকাশ-পাতাল পাহাড় নদী
প্রাণীকুল ফল ফুল ও কলি
কত কি বলি
অত সাধ্য কি দিয়েছ কভু
সব বলে শেষ করার মত?
তুমি জানি কত সুন্দর হে
বড় ব্যকুলতা চপল'রত।