সাম্রাজ্যবাদ
-মানিক বৈরাগী
সেই কবে রুপিত হয়েছিলো অতি সবুজরশ্মি রক্তিম প্রভাতে।শোণিতের চেতন ধারায়,শিরা -উপশিরায় আজো বহমান।সেই বহমানতা ক্রনিক হতে হতে নীলাভ রশ্মিতে রুপান্তরিত হয়ে, আজ আমি আকিয়াব পাথর।
আকিয়াব পাথর জানে ক্রমশ রুপান্তরের যাতন যন্ত্রণা কি।তাবৎ দুনিয়ায় কোন শল্যবিদ, বিজ্ঞানী এখনো নির্ণায়ক যন্ত্র আবিষ্কার করেনি।
জন্মেছি এ বঙ্গভূমে শ্রেনী সংগ্রামের বিপ্লব কালে।বেহাত হতে সময় লাগেনি বিপ্লবী চেতনার জনস্বপ্ন।
তবুও তরুণেরা শ্লোগান ধরে মিছিল করে, আশায় আশায়।
সেই থেকে রক্তের রন্দ্রে রন্দ্রে দ্রোহের প্রভাব। প্রতিবাদ সংগ্রাম আমার জমজ ভাই। আপোষহীনতা আমাদের আজন্ম স্বভাব।
গোলাকায়নের বেগুনি জালে প্রতিযুদ্ধও আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়, চতুর সাম্রাজ্যবাদ।
উদারিকরণের নামে পণ্যায়নের মনোপলি বাণিজ্যের একক দামামা বাজে, এশিয়া আফ্রিকা লাতিনের দেশে দেশে। সাম্রাজ্যবাদ মানুষের মুক্তির সব পথ রুদ্ধ করে দিয়েছে আজ খুব কৌশলে। তবুও মিছিল চলবে হবে।