রোদের ভিড়ে একা

ভোরের কুসুম রোদও আজকাল তাপদাহ ছড়ায়
বিজ্ঞান বলে জলবায়ু  পরিবর্তনের কুফল,মানুষ করেছে

প্রচন্ড রোদের ভিড়ে তবুও একা চলা মন, গরমকোট পরেও ঘামেনা
রোদের তাপে নয়, মনের তাপে স্বপ্ন বিহনে জ্বলে জ্বলি জ্বলনে
  মানুষ  পোড়াবে  আমায় বিরহ পুরাণে।

অশ্লীল মনোঝড় না হলে শ্লিল শেখাও কোন সখে সখা?
প্রচন্ড রোদের ভিড়ে একা একা।

জলজট মনোঝড়ে  করো ছটফট কার বিহনে?
কোন কারনে এমন রূপ  নিলে,মানুষের কারনে?

প্রচন্ড রোদের ভিড়ে জনজটে তবুও নি;সঙ্গতা
আমাকে ঘিরে নির্ঘুম চোখে পাহারা লেখা
মানুষের প্রয়োজনে!!  
৩০-০৭-০১৬