প্রবোধ
মানিক বৈরাগী

শৈল্পিক দারিদ্রতা মাধুর্য মন্ডিত হোক
সুন্দর অভাবেরা আমাকে প্রবিত্র রাখুক

আহার্য চাহিদা আছে শাক ভাত নুন মরিচ
বিনোদন চাহিদা আছে বই খাতা কলম
ব্যবহার্য চাহিদা নুন্যতম জামা কাপড়
রুচি বিলাসিতা  চা সিগারেট বিস্কুট
নুন্যতম প্রয়োজন  বাসা আসবাব তৈজস
রোগ বালাইয়ে ঔষধ, ফল মুল দুধ
রাজনীতি সচেতনতায় দৈনিক পত্রিকা
তেমন কিছু পাওয়ার নাই,আশা নাই বেহেস্ত দুজক
এই টুকু নিয়েই সহি সালামতে মরতে চাই
খোদার ইচ্ছায় যেমন খুশি করেন শাঁই।

নবী মুহম্মদ দারিদ্রতা কে পরাজিত করে
কোরআন ও হাদিস রেখেগেছেন
মহামতি কার্ল মার্কস দারিদ্রতাকে জয় করে মানিবিক দর্শন নির্মাণ করেছেন
পিতা মুজিব দারিদ্রতা ও জেল জীবন সয়ে একটি বাংলাদেশ
কাজী নজরুল "হে দারিদ্র তুমি মোরে করেছো মহান,
তুমি মোরে  দানিয়েছো খৃস্টের সম্মান"
মানিক বৈরাগী তুমি তো তাঁদের কাছে নস্যি
কেন এতো ভাবো ও ভোগো আত্মগ্লানিতে।

প্রমিলা দেবী, বেগম মুজিবের জীবন বাস্তবতা কেনো শুনাওনি জীবন জয়া কে?
এখানেই তুমি ব্যর্থ,এখানেই তুমি পরাজিত।

মানুষ প্রতারিত হতে হতে প্রতারক হয়
মানুষ ঠকতে ঠকতে ঠকায়
রক্তে দরিদ্ররাই লোভী হয়
রক্তে দরিদ্ররাই ঘুষখোর হয়
রক্তে দরিদ্ররাই দুর্নীতিবাজ হয়
রক্তে ভুমিহীনরাই দখলবাজ হয়
রক্তে ঋণগ্রস্তরাই ঋনখেলাপি হয়।

শুন মানিক
তোমার রক্তধারা হাক্কানি শরাফত
তুমি পরিস্থিতির শিকার
ধৈর্যবান হও,নফস করো পরিষ্কার
খোদা ইমানের পরিক্ষা ধৈর্য দিয়ে করেন
হও স্থির,  বিচলিত হইওনা
তোমার প্রতি আমার এ  ইলহাম।
২৫সেপ্টেম্বর০১৮
সোবেহ সাদেক