পাহাড় নদী সমুদ্র ঝর্ণার মতো ফুল পাখি বৃক্ষের ন্যায়
আমিও আল্লাহ রসুলকে মানি
বৃক্ষ যেমন মানুষের দুষিত নিঃশ্বাসের কার্বন গিলে নিজেকে পুড়ায়
নদী যেমন তিলে তিলে বয়ে বেড়ায় মানুষের আবর্জনা
আমিও অভিযোজিত হই তাদের মতো
রোচে না কোন বিধি বিধান
আরোপিত তন্ত্রমন্ত্রে মজে না মন
আমিও আমার মতোন জলদ সংযোজন
বিধি ও বিধানের দু ধারা ছুরি ক্ষতবিক্ষত করে জনারণ্যে
এ কি রক্তধারায় গুচ্ছ গুচ্ছ গোলাপের চোখে কান্নার রোল
অথচ স্বর্গ নামক কল্পস্থানে নহর বইবে পাপের
যুগ যুগান্তরে বিধানকর্তা আসিয়াছে ভূমে
স্বপ্ন বিলাসী বিধানে সুবিধা লুটে বিধানপূজারী
আল্লাহ ও রসুলের নামে ফায়দা লুটেনি কোনো কাল
তবু আফগান, সিরিয়া, ফিলিস্তিনে ঈশ্বরের নিরবতায়
আমাকে ক্ষুব্ধ করে বুকের পাঁজর ভেঙ্গে গোঙানি ওঠে
বিধাতার চরম স্বেচ্ছারিতায়….