অভিমান
মানিক বৈরাগী
পিচ্ছিল মেজেতে পা রাখা দুস্কর।চিকা, ইঁদুর , তেলা পোকার দখলে রান্নাঘর,শৌচালায়ে যায় না ঢোকা ,রি রি করে গা।দরোজা জানালা, আলনা - ছাটে মাকড়শা'র রশি ঝুলছে।টিকটিকি , তক্ষকের বিস্টা হুটহাট গায়ে পড়ছে। এ ক'দিন বইয়ের মলাটে জমেছে ধুলো,হাত ফস্কে ভেঙ্গেছে চশমাটিও।
এক বেলা খাই ক্ষুধার জ্বলায়, দু'বেলা চলে অবহেলায়। কেমন যেন মন মরা,দিন চলে না,রাত কাটে'না,কতোদিন আয়নার সামনে দাঁড়াই না।
একটা মৃত বাড়ির পাহারাদারের যেমন দাড়ি গোঁফে জংলী মানুষ, গোমরা মুখে বসে থাকে দাওয়ায়,ঠিক আমি ও তাই।
চলে এসো রাধা হয়ে দুষ্ট কানুর পাশে, জমে উঠুক হই হুল্লোড়।
বেজে উঠুক শ্যামের বাঁশি।
২৭ডিসেম্বর০১৭
শোধন
২৪জানুয়ারী ২০২০।