নৈনিতালের দিন
ব্যস্থ সমস্থ দিনে,মাংসের মত্ততায়
তোমাদের কেটেছে ঢের
কেউ নিলো না খোজ
অগো সখা সখি
চুপ ছাপ আত্ম মগ্নতায় থাকো বেশ।
শকুন নই বলে দেইনিতো উড়াল
খাচায় ছিলাম,খাচায় কাটে বেশ
কেন নক্সার অভিমান দেখাও
অধর জোড়ায় রঙের রেশ।
আমি বুঝে গেছি বহুকাল আগে
তুমি তোমরা আসো তোমাদের প্রয়োজনে
চাতক ছিলাম চাতক আছি
ভাদ মাস তোমাদের বার মাস
কুকুরের যৌনতা এক মাস।
কি বাণী শুনাবে আর, বাণী ভাসে নাফের জলে
ইয়েমেন কুর্দিরা জানে আলীর মাজার মুছে গেছে
সৌদিতে
কেউ আসুক চাই নি, চাই নি কেউ খোজুক মোরে
আরসের চাদরে বসে আমি খুজি নিরঞ্জন কে
সে ও নাকি সমাহিত হয়েছে বহু নামে।
কায়া আছে ছায়া আছে
কলব গেছে কই
দেহ কলব এক না হলে
বানর গোত্র কই।