কালিদাসের রাজ্যে
মানিক বৈরাগী

মেঘকাটা রোদের উজ্জলতায় হীরের দ্যুতি ছড়ানো মুগ্ধতা, তোমার অপরূপ
  সৌভিক বাঁকা নৌকার গুলোইয়ের মতো রঙধনু রঙে কি সুখ কি সুখ
সেই সুখানুভুতির সুরভিত সুক্রাণু গতির তীব্রতার অনুরণন আবেশে
স্মৃতিকাতরতায় হারিয়ে যাই শ্রাবণের রঙধনু বিকেলে
মস্তিষ্কের  কোষে কোষে শিহরণ জাগে তনু মনে।

শ্রাবণের বৃষ্টিভেজা হাওয়ায় ভেসে আসে স্মৃতির উষ্ণতা
  আমি হারিয়ে যাই  হাজার বছরের কালিদাসের রাজ্যে
তখোন খোঁজ না আমায় তোমদের দেশে।