১০ টি একলাইনের কবিতা
মানিক বৈরাগী
সূর্য কন্যা রোদেলার ক্ষমতা মাত্র কয়েক ঘন্টা, ঘানি টানতে লাগে বহুবছর।
২ -তোমায় ছুঁয়ে আসা মিহিন বাতাসে রোদের তীব্রতা হারিয়ে যায় ।
৩ -তুমি জানালা খোলে দিলে বাতাস শীতল হয়ে যায়।
৪ -পর্দার ঢেউখেলানো বাতাসে জ্বলে ওঠে নিয়নবাতি।
৫- ঝড থেমে গেলে তুমি বৃক্ষদেবী।
৬ -দূরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টিভেজা গুল্মফুল।
৭ -যে নদে নদী হারিয়ে যায় সেখানে পাড়া জন্মায়।
৮ -তোমাদের উঠোনে নূর নূর বলে আঁচড়ে পড়া ঢেউয়েরা কবিতা শোনায়।
৯- সিন্ধুর উদ্যত জলরাশি কবিতার আশে শান্ত হয়ে আসে কুতুবদিয়ার চরে।
১০ -জারণ-বিজারণে যোজন বিয়োজনের বাষ্পীভূত বুদবুদ বলে ধরণীও নয় একক।