ছাইস্বর্ণ অম্লজলে
মানিক বৈরাগী
ঈশ্বর সবাই দেখি লুটে পড়ে চেটেপুটে চাটছে।
লুটিয়ে লুটতে চাটতে পারিনা খাসলত গুণে।
দিয়েছো নূরের আগুন, শিখা তো ঊর্ধগামী উদ্বায়ী।
ব্রজপাত বর্ষণে ভেঙ্গেছি বারবার, মচকাতে পারিনা,
লুটাতে শিখিনি পিচ্ছিল এ নরাধামে,
পিছলে যাই বারবার, সুপ্ততায় গুপ্ত হয়েছি,
রেহায় মেলেনি তবু ছাইস্বর্ণ ভেবে অম্লজলে
জ্বালিয়ে জারণ করে ছেকেছে কড়াইয়ে।
তুমি ও মানুষের এমনি স্বভাব।
২৫নভেম্বর ০১৯ ঈসায়ী
১১অগ্রহায়ণ ১৪২৬ বাংলা