বুনো জীবন চাই
আমার কোন মাথা নেই
কোন মাথাব্যথাও নেই
মাথা নেই তাই আখেরও নেই
মাথা নেই তাই চাওয়া-পাওয়া নেই
মাথা নেই তাতে কি হয়েছে
আস্ত দেহ কান্ডের পরতে ক্ষতের চিহ্ন
সেই চিহ্ন নিরবে বয়ে বেড়ায় জীবন।
মাথা হীন একটি বুনো জীবন পেতাম
বেদন-যাতনার যন্ত্রণা বইতে হতোনা।
১৮কার্তিক ১৪২৬
৩নভেম্বর ০১৯