বেদন ভ্রুণ
মানিক বৈরাগী

চাঁদমারি বনে চমৎকার পানসে জীবনও অপূর্ব হয় দুচোয়ানীর চুমুকে 
যামিনীর যবনিকা লগ্নে জীবন মরুর ঘোলাটে চোখে ধুধুবালুচর হোক পুষ্পিত উদ্যান
ভাটফুল হাতে মারমেইড আসে, ক্ষতবেদনের জমিনে হৃতযৌবনে
জস উঠে, থিরথির কাপে অপার আনন্দের স্বর্গসুখে
শত বছরের শ্রম সাধানায় সমুদ্র তারার বুকে শোভা পায়
বেদন ভ্রুণের কলি।
৩০কার্তিক ১৪২৬
১৫নভেম্বর ০১৯।
সমুদ্র তট,কক্সবাজার