বেদনভার
মানিক বৈরাগী

হেমন্তের তারাভরা রাত আসে
ভয়ংকর সুন্দর যন্ত্রণা কাতর
জানালার গ্রীলধরে দাঁড়িয়ে
আমি আর আকাশ দেখিনা
প্রতিটি রাত যেনো একাত্তর
কেউ না জানুক ব্যাথার বেদন
বিছানায় চোখবুঁজে তারা গুনি
তারাভরা  কল্পলোকের আকাশ
নীল বেদনার ভয়ংকর যন্ত্রনার
আর কারো না হোক বেদনভার।
২১কার্তিক১৪২৬
৬নভেম্বর ০১৯।