মন খারাপের গভীর রাতের কালোয়
ঝি-ঝি পোকার আবহ সংগীত,
মুঠোফোনের চোখ ঝাঁঝালো আলোয়
খুঁজতে থাকি হারানো অতীত।
স্বপ্ন ভরা আকাশ সমান দু'চোখ
ঘুম হারিয়ে বানের জলে ভাসে,
তোমার যত ফেলে যাওয়া স্মৃতি
আমায় দেখে ফ্যালফ্যালিয়ে হাসে।
তবুও দেখো সকাল হলে পরে
সাজবো ঠিকই অভিনেতার সাজে,
লুকিয়ে ফেলে মনের যত ব্যথা
মন বসাবো মন না বসার কাজে।