লুকিয়া লুকিয়া সৌন্দর্যের মধ্যে আরও সুন্দর
হয়েছ তুমি,বাহারি রঙে রাঙা তোমার দেহখানি।
সৌরভে সুগন্ধে তোমার অঙ্গ যেন বাসন্তি
হয়ে থাকে,কুমড়াকার দেহ লুকাও পাতার ভেতর।
তুমি কদম ফুল মনের দুল মালার পুথি,
মনে পড়ল হঠাৎ কবে যেন হারানো সাথী।।
তুমি তো উচুতে থাকো বলতো কী তুমি সেখানে
এত কাল?সার্থক হয়েছো যবে যুবী আনি
মালা গেথে বন্ধুর পথ চেয়ে বুক ভাসিয়েছে
সারা রজনী।ব্যর্থ তারই ব্যর্থতার কারনে।
তুমি কদম ফুল নারীর কুন্তলে শোভাবর্ধতুল
ডায়েরির পিনে আটকে আছে আজও তার দেয়া ফুল।।
ভালবাসার স্নেহাতুর অবিনত শোভক তুমি,
তোমার পাপড়ির মালা গেথে পরাবো তারে আমি।
সত্যিই সুন্দর কদম ফুল ভাল লাগে তোমারে,
তোমার মালা,বনস্ফুলে আজও তারে মনে পড়ে।।