বৈশাখ আইলো রে ঘরে,
বৈশাখ আইলো রে ফিরে,
রমনীরা যায় রে ছুটে
রুমঝুমাঝুম নুপুর পায়ে
শব্দ করে।
নোলক পড়ে,পলক কেড়ে,
হাতের তালে মুগ্ধ করে
কাজলা চোখে তাকায় ফিরে।
হারিয়ে যায় আবার সে জন
অচেনাদের ভিড়ে।
বৈশাখ আইলো রে ঘরে,
বৈশাখ আইলো রে ফিরে।
সকাল বেলার সূর্য মাথায়
বৈশাখ আইলো ঘরে,
রমনীদের রঙিন শাখায়
বৈশাখ আইলো ফিরে।
ভ্রু বেঁকে, মুখটি দেখে,
মুচকি হেসে, মুক্ত কেশে
কাজলা চোখে তাকায় ফিরে।
মিলিয়ে যায় আবার সে জন
অচেনাদের ভিড়ে।
বৈশাখ আইলো রে ঘরে,
বৈশাখ আইলো রে ফিরে।