আমি তোমার কাছে ফিরে যেতে চাই মা,
যেখানে বিষন্নতা রবে না আমাকে ঘিরে;
সেখানে আমি চলব আমার মতন হেটে,
তোমার সঙ্গে সবুজ ঘাসের সেই পথে;
সেখানে তুমি ছাড়া কিছু ভাবতে হয় না,
সারাটা দিন বসে থাকি অশূন্য সেই নীড়ে;
সেখানে তো সবসময় তোমাকে পাই তটে,
যখনই ব্যাথা পাই কিংবা দংশে মথে।
তোমার কাছে চিঠি লিখতে হাত কাঁপছে,
কারণ এখানে আমি খুব কষ্টে আছি;
আজ,আজকে কেন যেন এমন লাগছে,
অসহায় বলে মা শুধু আমিই আছি।