গত ৫ম আগস্ট থেকে আজ অব্দ
৭ মাস ১৭ দিন
অথবা ৩২ সপ্তাহ ৫ দিন
অথবা ২২৯ দিন
অথবা ৫,৪৯৬ ঘণ্টা
অথবা ৩২৯,৭৬০ মিনিট
অথবা ১৯,৭৮৫,৬০০ সেকেন্ড,
দেশে কত কিনা হলো, স্বৈরাচার পলা লো, আগুন দেওয়া হল,আন্দোলন আর আন্দোলন, একবার বাঁটোওয়ারা পুরে আরেকবার আনোয়ারের পুরে, একবার সুশীল হয়ে, দুই একদিন পর পর একে তাকে ধরল। জনতার ন্যায় বিচার, আইনের নিরপেক্ষতা, পত্রিকা, টেলিভিশন মিডিয়ার মাতামাতি ,পক্ষে বিপক্ষে কত কিছু।
দেশের সম্পদ বিনা বাধায় লুটপাট, চোরা চালান, আরো নানা অবৈধ এমন কিছু কাজও রীতিমত চলমান যা স্বৈরাচারে র আমলে ও বিদ্যমান ছিল। এসব নিয়ে আমাদের কোন কথা নেই।
যারা এসব করছে তারাও স্বৈরাচারে বিষে বিষাক্ত,
ওরাও ক্ষতিকর দেশ ও জাতির জন্য। সাপ না সাপের বিষ বিষাক্ত।