কুয়াশাছন্ন তিমির তারাশুন্য রাত,
শুধুই প্রতিক্ষা...
বিভীষিকা ময় অতীত ভুলিয়ে দেয়
পাগলের নাম পরিচয়...
ভাবতেই অবাক লাগে তুমি ছিলে,
সাথে ওরা ছিল, যারা গেছে মরে,
হয়ত আর হাটা হবে না খুব ভোরে,
কোমল আদরে আর ডাকতে চাই না তোরে।
নিশি ভোর হয়,মনে জাগে ভয়,
স্বরে করুন আর্তনাদ,
দেহে অতৃপ্তি,মনে বিরহের সুর,
আবার আসবে ভোর।
বাজিবে নতুন কোন এক সুর।
পাগল সানি