বন্ধুত্ব তো স্বর্গীয়, বিধাতার দান,
যা জীবকে করেছে মানুষ, দিয়েছে সর্বোচ্চ সম্মান।
মানুষ তখনই মানুষ হয় যখন তার মাঝে বন্ধুত্ব বিরাজ রয়।
বন্ধু সেই যে তোর ভালকে ভাল, মন্দকে মন্দ কয়,
ভ্রান্ত ভেবে করোনা ভুল, হয়ো না শয়তানের পুতুল,
যে তোকে করবে গ্রাস করবে নিঃস্ব,
সেই তো ইবলিশ জানে এই নশ্বর বিশ্ব।
বলে বন্ধু, দিয়ে মধুর সিন্ধু, পিছ থেকে ছুরিকাঘাত,
করে কুপোকাত, হয়ে বিজয়ী করে চিৎকার,
দাও ধিক্কার বল ইবলিশ তাকে দিয়ে হুংকার।
যদি না রাখ বন্ধুত্বে মান,হবে সব ম্লান,
পাবি না স্বর্গ, সবে না নরকে স্থান,
অট্টহাসিতে মাতিয়া নাচিবে ইবলিশ,
বলবে ওরে মানুষ নিজ হাতে পান করেছিস বিশ,
নেইতো যাবার পথ, সময় তো শেষ,
বেঈমান তো বেঈমানই যার নেই ক্ষমা,
তার সাজা বড়ই কঠিন যার নেই কোন সীমা।
ভাব, ভাব ভাল করে, স্থীর মগজে খুব ধীরে ধীরে,
হয়ে স্বার্থপর কি করবি অতঃপর,
দে বন্ধুরে মান,কর বন্ধুরে সম্মান,
যা দিবে তোরে প্রশান্তি, দিতে পারে স্বর্গে স্থান।