মামদো ভূতের মেয়ের ছেলে
রোজ আসত দাদুর গাঁয়
শীত বর্ষায় থাকত নাতি
এক্কেবারে আদুড় গায়।
কুট্টা কুটুস মাছ ধরে সে
দাদুর গাঁয়ের খালের
শাঁকচুন্নী মাসিরা তার
দোলে গাছের ডালে।
এমনি এমনি ধরে আনে
লাল করে দেয় ঠাট্টাতে
কেউবা আবার আদর করে
গুট্টা গুটুস গাঁট্টাতে।
সেই নাতিটা বড় হল
পড়ে এল আমেরিকায়
ডিগ্রিধারীর কদর বেশি
নাতি এখন দামে বিকায়।