পার্ক স্ট্রীটে
ফুটপাতে
জীর্ণ শীর্ণ
এক জ্যোতিষ বুড়ো।
সাদা দাড়ি
আধা টাক
পড়ছিল এক
উর্দু কেতাব
আপণ মনে
ভাগ্য ফেরার
গোপন ইতিহাস।

পাশেই ছিল
ছোট্ট খাঁচায়
সবুজ টিয়ে।

উদভ্রান্ত
মানুষ কিছু
সারাদিন
হয়তো আসে
ভাগ্য ফেরাতে
তার কাছে।

অনেক দিন
তাকে দেখছি
এভাবেই
এই ছোট্ট
গাছটির ছায়ায়।

এদিকে
তার নিজের ভাগ্য
আর ফেরেনা
শীত যায়
বর্ষাও
ভাগ্য আর
ফেরে না তার।