এই তো তুই শুরুর পথে জীবন
এখনো অনেক স্বপ্ন দেখা বাকী
আসল নকল চিনবি তুই কেমন
এক্ষনি হারানোর আছেই বা কী
একটু ধৈর্য্য ধরে আপোস কর
খারাপ ভালো সবেতে যা মিশে
অমৃত ও বিষ মিশে পরস্পর
পেতেও পারিস অমর জীবন শেষে
যে খোঁজে তুই বেরিয়েছিস করে পন
হয়তো কঠিন বাস্তবে তার আশা
জীবন যৌবন করে সমর্পণ
ভুলিস না যেনো তার মধুর নেশা
একদিন তো সবাই ঘরে ফেরে
স্রোতের টানে মহাকালের দেশে
অভিজ্ঞতায় ঝোলা পূর্ণ করে
ফিরলী না হয় জীবন সন্ধ্যা শেষে