পুরনো কিছু ছবি
যা এঁকেছিলাম ছোটবেলায়
অদ্ভুত সুন্দর লাগছিল দুপুরবেলায়।

একটা ছবি টাঙিয়ে দিলাম বারান্দার দেওয়ালে
ভাগ্যের পরিহাসে পড়ল সেটা ঝড়ঝাপটার কবলে।

দেখলাম...
আকাশের নীল রঙ
নদির ওপরের কাঠের ব্রিজটাকে করেছে গ্রাস
ঘোলাটে রঙ মুছে দিয়েছে নদির ধারের কচি কচি ঘাস।

আর ঘোমটা দেওয়া বধু রুপ
সম্পূর্ণ ধুয়ে মুছে গেছে শুধু।

তবে মন খারাপ করে লাভ নেই
বাস্তবে আর কাঠের ব্রিজটা নেই।

হয়ত...
সেখানে উঠেছে মস্ত পাকা ব্রিজ
               সিলভার রঙের
পরিবর্তন হয়ে গেছে সব অতীত মনের।
আর ঘোমটা দেওয়া বধু রুপ
সে তো এখন ধ্বংস স্তুপ।  

তবে মন খারপ করে লাভ নেই
আঁকা ছবিটা বাস্তবে আর নেই।