এক আজব ঘুমে যেন
দেখেছিলাম এক স্বপ্ন
স্বপ্নপুরী দিচ্ছে বর
সার্থক হবে জন্ম।
জন্মালে আর মরতে হবে না
এমন বরটা কখনো দেবে না।
লোভে পড়ে নিতাম যদি বরটা
কি কাণ্ডটা হত শেষটা?
দেখতে হত.........
হিংস্র মানুষের আজেয় রুপ
ক্ষমার পৃথিবী পরিনত হিন্সার স্তুপ
ছিনিয়ে খেত রক্তিম ভালবাসা
থামত না পার্থিব ঘোড়দৌড়ের আশা।
জন্মালে আর মরতে হবে না
এমন বরটা কখনো দেবে না।