আমি অদৃষ্টের কাছে সময় চেয়েছিলাম
কিন্তু সময় থেমে থাকে নি।
আমি অদৃষ্টের কাছে কাজ চেয়েছিলাম
কিন্তু দেয় নি সে, পরিবর্তে দিয়েছিল কাজের স্পৃহা।
আমি ভবিষ্যতকে দেখতে চেয়েছিলাম
কিন্তু দেখাল না সে, কিন্তু দিয়েছিল দূরদর্শীতা।
আমি ভাগ্য কে নিজের হাতে বানাতে চেয়েছিলাম
কিন্তু বারে বারেই দিয়েছিল ব্যর্থতা।
আমি অদৃষ্টের কাছে জ্ঞান চেয়েছিলাম
কিন্তু পরিবর্তে দিয়েছিল জ্ঞান পিপাসা।
আমি যা চেয়েছিলাম তা কিন্তু ঠিক দেয়নি
কিন্তু দিয়েছিল তো কিছু,
যা দিয়ে বানাতে পারি সমস্ত কিছু।