ঐ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে
কথায় যেন হারিয়ে যেতে হয়।
সেই শিল্পীর সাজান রাতের তারা
কত আলোকবর্ষ দূরে তারা।
তারই মাঝে চাঁদখানা কেমন
কল্পনার দেশের নাইট ল্যাম্পের মতন।
আর মাঝে মাঝে মেঘের আনাগোনা
বিকট আকৃতির মন মানে না।
মনের ক্রোধ কালিমা গুলো
মিশে গেল উদারতায়
ঠিক তখনই শুনলাম
কারা যেন মেতে উঠেছে ঝগড়ায়।
যাই গিয়ে বলি
তোমরা আকাশের দিকে তাকাও না কেন?
কত সৃষ্টির ভাণ্ডার তোমরা তা জান?