যতো দূর যাই মেঠো পথ, সবুজের ছড়া ছড়ি,
এই আকাশ মেঘলা দিনে আমি খুঁজে পাই হারানো ব্যথার পাহাড়,
নীল আকাশে কখনো ঘন মেঘ আছড়ে পড়ে তপ্ত হৃদয়ে শান্তির খোঁজে,
আমি একা নির্জন তপ্ত দুপুরে তোমায় আকড়ে,
হিংসুটে দিন গুলো কেবল রাত্রির অপেক্ষায়,
রঙ চটা এই দুপুর টা যেনো নিয়ম করে নিখোঁজ হয়েছে আজ,
পাখিরা সব উড়ে চলেছে সন্ধ্যা নামার সাথে,
তুমি আর আমি একা একা বসে এই নিস্তব্ধ প্লাটফর্মে।।।